Announcement:

Language:  

ইলিস, রাজশাহী স্ব-অর্থায়নে পরিচালিত একটি বেসরকারি প্রফেশনাল কলেজ । এটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় । তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অধিভূক্তি লাভ করে ২০০০ সালে । এ কলেজটি রাজশাহী সিটি কর্পোরেশনের তালাইমারীতে অবস্থিত । শহরের দক্ষিন পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীন ধারে চমৎকার মনোরম জায়গায় এর অবস্থান যা তালাইমারী মোড় ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মাত্র ২০০ মিটার পশ্চিমে । প্রতিষ্ঠার প্রথম বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স অনুমোদন লাভ করে। এর উদ্দেশ্য ছিলো বাংলাদেশে বিশেষ করে রাজশাহী বিভাগের স্নাতক পাশ শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো । পাশাপাশি দক্ষ গ্রন্থাগার পেশাজীবী তৈরী করা । প্রতিষ্ঠার শুরু থেকেই কলেজটি সঠিক ভাবে গ্রন্থাগার বিষয়ে শিক্ষার সম্প্রসারনে চেষ্ট চালিয়ে যাচ্ছে । অনুমোদনের পর এ পর্যন্ত প্রায় ১৫০০ শিক্ষার্থী এখান থেকে সফলতার সাথে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা কোর্সটি সম্পন্ন করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান, সহকারি লাইব্রেরিয়ান হিসাবে জাতীকে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের প্রধান মিশন ও ভিশন হল বাংলাদেশের গ্রন্থাগার পেশার উন্নয়ন ঘটানো । এ জন্য আমাদের রয়েছে দক্ষ ও তরুন শিক্ষকমন্ডলী, দক্ষ স্টাফ, একটি চমৎকার ক্যাম্পাস, আধুনিক সমৃদ্ধ লাইব্রেরী, একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম এবং অন্যান্য সুবিধাদি। শিক্ষার্থী বান্ধাব এ প্রতিষ্ঠানে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে মাস্টার্স কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন।